ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫
শাল্লা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক পরিবারের মধ্যে শাল্লা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল।
এসময় উপস্থিত ছিলেন দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজান, পৌর বিএনপি নেতা ইকবাল হোসাইন, শাল্লা যুবদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুবেল আহমেদ দুলাল , স্বেচ্ছাসেবকদলের উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আমীন, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সাঈদ হোসেন সাগর, উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব বাপন হাসান, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাব্বুল হোসেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।তাহির রায়হান চৌধুরী পাভেল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা কামনায় এই মানবিক উদ্যোগদা তাহির রায়হান চৌধুরী পাবেল জানান নিজেই অবস্থিত থেকে খাবার বিতরণ করছিলেন। তিনি আরও বলেন চোট বেলা থেকে বাবা কে দেখে দেখেই এসব আমার শেখা। বাবা গরীব অসহায় মানুষদের সাহায্য করতেন। তাই গরীব দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host