ওসমানীনগরে এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫

ওসমানীনগরে এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিক্ষোভ মিছিল

ওসমানীনগর প্রতিনিধি
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাজপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে পথসভায় মিলিত হয়।
মিছিল পরবর্তি পথসভায় উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এসটি এম ফখর উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর পরিচালনায়, বক্তারা বলেন, এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনো এম ইলিয়াস আলীর কোনো খোঁজ পাওয়া যায়নি। এটি শুধু একটি নিখোঁজ হওয়ার ঘটনা নয়, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
তারা বলেন, ইলিয়াস আলী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এই এলাকার মানুষের হৃদয়ের নেতা। তার অনুপস্থিতি এই জনপদকে এখনো কাঁদায়।
পথসভায় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা বলেন, ইলিয়াস আলীর সন্ধান পাওয়া না পর্যন্ত আন্দোলন থেমে থাকবে না। অবিলম্বে প্রিয় নেতাকে জনসম্মুখে হাজির করার দাবি জানান তারা।
পথসভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল শ্রমিকদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর