শাল্লায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫

শাল্লায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তাপস চন্দ্র দাস, শাল্লা
সুনামগঞ্জের শাল্লায় স্থানীয় চিকিৎসক আব্দুল করিম ও আব্দুল মজিদের বিরুদ্ধে মিথ্যা নিউজ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে শাল্লার আরএন মেডিক্যাল হল-২ চিকিৎসক আব্দুল করিমের চেম্বারে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিকিৎসক আব্দুল করিম ও আব্দুল মজিদ। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ‘আমি শাল্লার স্থানীয় চিকিৎসক আব্দুল করিম ও আমার ভাতিজা আব্দুল মজিদ। আমাদের নামে গত ১০ আগষ্ট ‘হাওর অঞ্চলের কথা ও দ্যা ইনডিপেনডেন্ট’ নামক অনলাইন পোর্টালে কবরস্থানের জায়গা দখল নিয়ে নিউজ প্রকাশ করে ভুয়া সাংবাদিক ফারুক মিয়া। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এই নামধারী সাংবাদিক ফারুক মিয়া তার ব্যক্তিগত স্বার্থ হাসিল না হওয়ায় এবং সমাজে আমাদের কল্যাণমূলক কাজে প্রতিহিংসার বশীভূত হয়ে আমাদের বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখল নিয়ে নিউজ প্রকাশ করে। আমরা এই মিথ্যা নিউজের তীর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা কবরস্থানের জায়গা সম্পূর্ণ সুরক্ষিত রেখে ন্যায্যতার ভিত্তিতে নিজস্ব জায়গায় কাজ করছি। শুধু তাই নয়, উক্ত জায়গায় সুনামগঞ্জ মাননীয় আদালতের ১৪৪ ধারা জারী করা আছে এবং জায়গা দখল করা থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে এমনকি স্থানীয় প্রশাসন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সে নিউজে উল্লেখ করে যাহা সম্পূর্ণ ভিত্তিহীন। ভূয়া সাংবাদিক ফারুক নেশাগ্রস্থ হয়ে এলাকার বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে সাংবাদিকতার দাপট দেখিয়ে চাঁদাবাজি সহ সমাজে নানা ধরনের অপকর্ম করে যাচ্ছে। তার এই চরিত্র সম্পর্কে অনেকেই অবগত। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে ভূয়া সাংবাদিক ফারুকের মিথ্যা নিউজ সহ সকল অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত থাকব।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর