ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথরের সন্ধান মিলেছে জৈন্তাপুরে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে শনিবার (১৬ আগস্ট) বিকেল পাঁচটার দিকে জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাগেরখাল এলাকা থেকে প্রায় পাঁচ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী। এ সময় সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২৭ বীর ইউনিটের হরিপুর গ্যাসফিল্ড ক্যাম্প কমান্ডার মেজর তাহমিদুল ইমামের নেতৃত্বে সেনা সদস্য এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ যৌথভাবে অংশ নেয়।
সহকারী কমিশনার ফারজানা আক্তার লাবনী জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে লুট হওয়া এসব পাথর প্রথমে ধোপাগুল এলাকার একটি ক্রাশার মিলে মজুদ করে রাখা হয়েছিল। সাম্প্রতিক সময়ে উদ্ধার অভিযান চালু হওয়ায় সেখান থেকে সরিয়ে কয়েক দিন আগে জৈন্তাপুরের বাগেরখালে এনে রাখা হয়। গোপন সূত্রে খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, বর্তমানে জব্দকৃত পাথরগুলো পুনরায় ভোলাগঞ্জ নদীতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে, যাতে সরকারি সম্পদ সংরক্ষিত থাকে।
পাথর লুট ও অবৈধ মজুদ ঠেকাতে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের এ সমন্বিত উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। দেশের সম্পদ রক্ষায় এ ধরনের কঠোর পদক্ষেপ জনমনে আস্থা জাগায় এবং ভবিষ্যতে অবৈধ দখল ও লুটপাট প্রতিরোধে দৃষ্টান্ত হয়ে থাকবে। আপামর জনতা প্রত্যাশা করে, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং অপরাধীরা আর কখনোও এমন সুযোগ না পায়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host