ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন আহমদ বলেছেন, শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফল করলেই জীবনের লক্ষ্য পূর্ণ হয় না, বরং সু-শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ ও সৎ মানুষ হয়ে ওঠাই প্রকৃত সাফল্য।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাংলাবাজারে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেলাল উদ্দিন আহমদ বলেন, এসএসসিতে জিপিএ-৫ অর্জনই শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। পড়াশোনার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সহমর্মিতা, যুক্তিবাদিতা, অন্যের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব ও দেশপ্রেমের চেতনা লালন করা প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র প্রতিভা বিকাশের উপযোগী পরিবেশ তৈরির উপরও গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সাদিক আহমেদ রুবেল। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হোসেন ও জসিম উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লুকমান উদ্দিন, শিক্ষাবিদ মাস্টার কুতুব উদ্দিন, পরিষদের উপদেষ্টা মমতাজুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আখতার ফারুক, তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, ফতেহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন বাবুল, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা আলী আকবর, গিয়াস রানা, নাছির উদ্দিন, দুলালসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অতিথিরা কৃতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি মনোযোগী হতে অনুপ্রাণিত করেন এবং নৈতিকতার সঙ্গে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততার চর্চার আহ্বান জানান। সংবর্ধিত শিক্ষার্থীরাও তাদের পরিশ্রম ও সাফল্যের গল্প শেয়ার করে ভবিষ্যৎ স্বপ্নের কথা ব্যক্ত করেন। শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এই আয়োজনের মাধ্যমে গোয়াইনঘাটের শিক্ষার্থীদের মাঝে যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে তা তাদের জীবনের পথচলায় শক্তি ও প্রেরণা জোগাবে। শিক্ষার আলোয় আলোকিত নতুন প্রজন্মই আগামী দিনে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে, এমন প্রত্যাশা সবার হৃদয়ে প্রতিধ্বনিত হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host