ওসমানীনগরে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫

ওসমানীনগরে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ওসসানীনগর প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ওসমানীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রকৌশলী এস এম আব্দুল্লাহ আল মামুন।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্ব, চাষযোগ্য পুকুর ও জলাশয়ে মাছ চাষ সম্প্রসারণ এবং নিরাপদ মাছ উৎপাদনের মাধ্যমে জনগণের পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য উপজেলার সফল মাছ চাষি ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়া বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর