ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জৈন্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, জৈন্তাপুরের উদ্যোগে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্জ মিত্র চাকমা, উপজেলা নির্বাহী অফিসার, জৈন্তাপুর, সিলেট। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফারজানা আক্তার লাবনী, সহকারী কমিশনার (ভূমি)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. হাসিন আহমেদ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জৈন্তাপুর, সিলেট।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা মৎস্য চাষের গুরুত্ব, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং অভয়াশ্রম স্থাপনের মাধ্যমে জেলেদের জীবনমান উন্নয়নের দিকে গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিই দেশের খাদ্য নিরাপত্তা ও স্থানীয় অর্থনীতির উন্নয়নের মূল চাবিকাঠি।
সভাপতির বক্তব্যে ডা. হাসিন আহমেদ চৌধুরী আরও বলেন, অভয়াশ্রম স্থাপন এবং আধুনিক চাষপদ্ধতি অনুসরণের মাধ্যমে জৈন্তাপুরে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এতে স্থানীয় মানুষের আয় বৃদ্ধি পাবে এবং দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ হবে।
অবশেষে, অনুষ্ঠানে মৎস্য খাতের বিভিন্ন দিকের উৎকৃষ্ট কর্মকাণ্ডে সংযুক্ত ব্যক্তিদের পুরস্কৃত করা হয়। উপস্থিত জনতার মধ্যে শিক্ষার্থী, জেলে, কৃষক ও বিভিন্ন সমাজসেবী সংস্থার প্রতিনিধিরা ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকলেই মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপনকে জৈন্তাপুরের মৎস্যচাষের উন্নয়নের একটি শক্তিশালী প্রেরণা হিসেবে গ্রহণ করেন। স্থানীয় মানুষের মুখে মুখে প্রত্যয় ও আশার আলো ফুটে ওঠে, যেন দেশের নদী ও পুকুরে দেশীয় মাছের সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।
পরে উপজেলা পরিষদ চত্বরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host