ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষনের ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি ইমরান মিয়া (৩৬)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর (ছড়ারপাড়) গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। সোমবার সন্ধ্যায় অপহরণকৃত কিশোরীকে উদ্ধারের পাশাপাশি ইমরানকে সিলেট শহর থেকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সৌপর্দ করা হয়েছে।
মামলার সুত্রে জানা যায়, উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজগাঁও (বেজপাড়া) গ্রামের ১৫ বছরের কিশোরীকে গত ১ আগষ্ট বিকেলে রাজগাঁও পয়েন্ট থেকে ইমরান ও তার সহযোগীরা মিলে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীকে অনেক খোঁজাখুজির পর মামলার এক স্বাক্ষীর মাধ্যমে জানা যায় তাকে অপহরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত শনিবার ওই কিশোরীর বাবা থানায় বাদী হয়ে ইমরানকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন বলেন, অপহরণকৃত ওই কিশোরী ও আসামি সিলেটে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি ইমরান মিয়াকে আটক ও ভিগটিমকে উদ্ধার করা হয়েছে। ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (ওসিসি) পাঠানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host