ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫
দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে গৃহবধূ সোমা আক্তারের রহস্যজনক মৃত্যুতে নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। স্বামীর দাবি আত্মহত্যা আর পরিবারের দাবি হত্যা। এ নিয়ে দু পক্ষের মধ্যেই পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া যাচ্ছে।
তবে, হত্যার প্রতিবাদ ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে দিরাই পৌর সদরের থানা পয়েন্টে দিরাই উপজেলা সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বড় বোন সাবিনা বেগম, ভগ্নিপতি এখলাছুর রহমান এখলাছ, জুনায়েদ আহমেদ, মা দিলারা বেগম, আলী হুসেন, আকিকুর রহমান প্রমুখ।
বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ময়নাতদন্ত পুনরায় করার দাবি জানান এবং এ ঘটনায় দ্রুত মামলা রুজুর আহ্বান জানান।
এর আগে গত ১২ আগস্ট চন্ডিপুর গ্রামের গৃহবধূ সোমা আক্তার (২২) কে তার স্বামী কয়েস আহমদ দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সোমা আক্তারের স্বামী কয়েছ আহমদ দাবি করেন, স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করেন।এবং এ বলেন হসপিটালে স্ত্রী সোমা আক্তারকে রেখে স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যান কেন?
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host