ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫
বিজয়ের কণ্ঠ ডেস্ক
দুর্নীতির অভিযোগে সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন ও তার পরিবারের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে বর্তমানে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা জমা রয়েছে।
এ ছাড়া রাজধানীর উত্তরায় তার নামে থাকা পাঁচ কাঠা জমিও ক্রোকের (জব্দ) আদেশ দিয়েছেন আদালত, যার মূল্য ধরা হয়েছে প্রায় ৩২ লাখ ৩৯ হাজার টাকা।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ নির্দেশ দেন। শুনানিতে দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন তাদের এসব ব্যাংক হিসাব ফ্রিজ ও প্লট ক্রোক চেয়ে আবেদন করেন।
আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমন অবৈধ উপায়ে সম্পদ অর্জন করেছেন বলে অনুসন্ধানে প্রমাণ মিলেছে। তাদের নামে থাকা হিসাবগুলোতে বিপুল পরিমাণ টাকা জমা হয়েছে, যা স্বাভাবিক নয় এবং সন্দেহজনক।
দুদকের দাবি, যেকোনো সময় এই অর্থ বিদেশে পাচার কিংবা গোপন করার ঝুঁকি রয়েছে। তাই মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ১৪ ধারা অনুযায়ী ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ ও জমিটি ক্রোক করা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host