ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট সীমান্তে অবৈধ মালামাল পাচার রোধে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ধারাবাহিক অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য এসেছে। টানা দুই দিনে পৃথক অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ চিনি, চা-পাতা, টমেটো ও বাঁধাকপি জব্দ করেছে বিজিবি।
বিজিবি জানায়, বুধবার ২০ আগস্ট ২০২৫ জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় চিনি ৫০০ কেজি এবং চা-পাতা ১৪৪ কেজি জব্দ করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য এক লাখ বত্রিশ হাজার ছয়শত টাকা।
এর আগে মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ জৈন্তাপুর বিওপির টহল দল পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় টমেটো ২০০ কেজি এবং বাঁধাকপি ২৭০ কেজি আটক করে, যার বাজারমূল্য সাতাশ হাজার পাঁচশত টাকা।
দুই দিনে বিজিবির এ অভিযানে মোট এক লাখ ষাট হাজার একশত টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। সব মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, জাতির নিরাপত্তা রক্ষায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। চোরাচালান বন্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। দেশ ও জনগণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জাতীয় অর্থনীতি ও সীমান্ত নিরাপত্তায় বিজিবির এ ধারাবাহিক সাফল্য স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। জনসাধারণ বিশ্বাস করছে, দেশের সীমান্ত আরও সুরক্ষিত হাতে রয়েছে। বিজিবির অক্লান্ত প্রচেষ্টা ও নিষ্ঠার কারণে সীমান্ত আজ আগের চেয়ে অনেক বেশি নিরাপদ-এমন মন্তব্যই এখন সীমান্তবর্তী এলাকার মানুষের মুখে মুখে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host