ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫
আলতাব, বিশ্বনাথ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ সোহেল রানাকে বদলী জনীত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে এ উপলক্ষ্যে বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি নূরুজ্জামান খানের সভাপতিত্বে এবং প্রাথমিক শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মৌলভীর গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মাহবুব। সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মোঃ সোহেল রানা।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সুত্রধর, ও মোঃ লুৎফুর রহমান।
এতে আরোও বক্তব্য রাখেন, শিক্ষক নেতা কৃষ্ণ চন্দ্র মালাকার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার নির্বাহী সভাপতি আবুল কাহার, বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজ আলী, মুফতির গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন হেলালী, মুজিবুর রহমান, বাবুল কান্ত দাশ, রেখা রানী দাশ, আক্তার ফারুক, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, লোকমান হোসেন, আবু সায়েম, আনোয়ার হোসেন, হিরুন্দ্র চন্দ্র দাশ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, প্রধান শিক্ষক বাসন্তী চক্রবর্তী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, ফয়ছল আহমদ সোবাদার, মানিক মিয়া, জাহাঙ্গীর আলী, করুনা কান্ত, আলীম উদ্দিন, আ, ছ, ম লায়েক, শাহিন মিয়া, শাহীন আহমদ, সুজিত পাল, মোজাম্মেল আলী, কবির হোসেন, মুক্তার আলী, বিপুল চন্দ্র দাশ, বাহার বেগম, তপতি দাশ, সেলিনা আক্তার, সেলিনা বেগম, আছমা বেগম, শামীমা বেগম, আখলিমা বেগম, আব্দুস শাহীন, শিপন দাশ, সাজনী বেগম, বিউটি রানী বিভা, লায়লা বেগম, ছায়ারুন বেগম, সিরাজ উদ্দিন, আব্দুল কাইয়ুম, মোঃ সোহেল মিয়া, অলিউল্লাহ, জাহানারা বেগম, অনিমা রানী মালাকার, নূরজাহান বেগম, ছাফারা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে কুরআনুল কারিম থেকে তিলাওয়াত করেন, আবু তয্যিব মোঃ বেলাল ও গীতা থেকে পাঠ বরেন প্রধান শিক্ষক অনিমা রানী দাশ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রায় ৭ বৎসর শিক্ষা অফিসার মোঃ সোহেল রানা বিশ্বনাথে কর্মরত ছিলেন।
তাঁর সার্বিক কর্মচঞ্চলতায় প্রমাণ করে গেছেন নিঃসন্দেহ তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান ব্যক্তিত্ব।
বক্তারা বলেন, বিশ্বনাথের ১শত ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাঁর এই গুণ গুলোর স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। তাঁর মানবীয় গুলো বিশ্বনাথের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা বিস্তাররত সকল শিক্ষকদের হৃদয় মঞ্জিলে আজীবন স্মৃতি হিসাবে থাকবেন বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host