ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর টানিং আবারও প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়ল। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় মোটরসাইকেল ও দ্রুতগামী ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন এক যুবক, আহত হয়েছেন তার বন্ধু। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এই বাঁকটির কারণে এখানে বারবার দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত সোহাগ আহমদ (২০) ও তার বন্ধু সাফি আহমদ (২০) মোটরসাইকেলে হরিপুর যাচ্ছিলেন। পথে উমনপুর টানিংয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সোহাগ আহমদের কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগায় তাকে ইবনেসিনা হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়। মঙ্গলবার সকাল ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে আহত সাফি আহমদের হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে, বর্তমানে তিনি সিলেট নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত সোহাগ আহমদ সিলেট-তামাবিল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনের কনিষ্ঠ পুত্র। তার বাড়ি জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামে। এই অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।
সোহাগ আহমদের জানাজা বুধবার আসরের নামাজের পর ঘাটেরচটি ও পশ্চিম ঠাকুরের মাটি কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবার আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছে।
উল্লেখ্য, উমনপুর টানিং দীর্ঘদিন ধরে দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পরিচিত। এতে হাইওয়ে থানা পুলিশ নিয়মিত তৎপরতা বৃদ্ধি ও ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার কাজ করে আসছে।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, জনসাধারণের নিরাপত্তা আমাদের প্রধান দায়িত্ব। আমরা ইতিমধ্যেই উমনপুর টানিংয়ে নিরাপত্তা বৃদ্ধি এবং যানবাহন গতিনিরীক্ষা তৎপরতার মাধ্যমে চালাচ্ছি। এই মর্মান্তিক ঘটনার পর আরও শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে কেউ আর অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার না হয়। জনগণের আস্থা ও আমাদের দায়িত্বের প্রতি আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
স্থানীয়রা আবারও সরকারের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত কার্যকর সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক। নিরাপদ সড়ক নিশ্চিত করা সবার মৌলিক অধিকার, এবং জনসাধারণের জীবন রক্ষা করতে হাইওয়ে থানা পুলিশ সর্বদা প্রস্তুত।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host