ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবকদল দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের রামপাশা রোডের উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে প্রথমে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে, স্থানীয় প্রবাসী চত্বরে অনুষ্ঠিত হয় পথসভা।
উপজেলা স্বেচ্ছাসেকব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামানের সভাপতিত্বে সদস্য সচিব আশিকুর রহমান রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা ছাত্রদলের আহৃবায়ক হোসাইন আহমদ প্রবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান ও সদস্য তছলিম উদ্দিন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host