ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে এক নার্সকে বিয়ে ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টিটন বিশ্বাস (২৫) নামে এক যুবককে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর এলাকার ফায়ার সার্ভিস ভবনের সামন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত টিটন উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের মৃত সাধন বিশ্বাসের ছেলে। এরআগে তিনি আরাফাত হোসাইন নামে পরিচয় দিয়ে এনএসআই কর্মকর্তা দাবি করে মোছা. তামান্না আক্তার (২২) নামের এক তরুণীকে বিয়ে করেন। বিয়ের পর তামান্নার কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা গ্রহণ ও আত্মসাত করেন টিটন।
তামান্না আক্তার সুনামগঞ্জ সদর থানার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নতুন গোদিগাও গ্রামের মো. রুহুল আমিনের মেয়ে। তিনি বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে শিক্ষানবিশ নার্স হিসেবে কর্মরত আছেন।
তামান্নার অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সুনামগঞ্জ শহরে পড়াশোনার সময় তার পরিচয় হয় টিটন বিশ্বাসের সাথে। তবে সে সময় টিটন নিজেকে আরাফাত হোসাইন নামে পরিচয় দিয়ে এনএসআই কর্মকর্তা দাবি করে। একপর্যায়ে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠলে ২০২৩ সালের ১৩ ডিসেম্বর নোটারি পাবলিক সুনামগঞ্জে তাদের বিয়ে সম্পন্ন হয়।
পরবর্তীতে টিটন বিভিন্ন অজুহাতে তামান্না ও তার পরিবারের কাছ থেকে মোট ১৫ লাখ টাকা গ্রহণ করে। চাকরির সমস্যা সমাধান ও সংসার শুরু করার কথা বলে টাকা নিলেও দীর্ঘদিন যোগাযোগ বন্ধ রাখে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল পার্টিতে নিয়োজিত তাহিরপুর থানার এসআই শরীফুল ইসলাম ও তার টিম অভিযুক্ত টিটন বিশ্বাসকে থানায় নিয়ে আসেন।
তাহিরপুর থানা পুলিশ জানিয়েছে, আটককৃত টিটন বিশ্বাসের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগী পরিবার বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host