পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এখন সময়ের দাবি : ইসলামী তরুণ সংঘ

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এখন সময়ের দাবি : ইসলামী তরুণ সংঘ

ইসলামী তরুণ সংঘ শাহপরান (রহ.), সিলেট-এর উদ্যোগে পরিচালিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বেধনী অনুষ্ঠান শুক্রবার বিকেল ৩টায় সিলেট নগরীর মেজরটিলাস্থ হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়।
এতে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এখন সময়ের দাবি। ক্রমবর্ধমান গরম, বায়ু দূষণ, প্রাকৃতিক দুর্যোগ ও বনভূমি হ্রাস আমাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বৃক্ষ শুধু পরিবেশ নয়, আমাদের জীবন ও জীবিকার সঙ্গেও সরাসরি জড়িত। গাছ বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমায়। গাছ মাটি ভাঙন ও নদী ভাঙন রোধ করে, খরা ও বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় সহায়ক হয়।
বক্তারা আরো বলেন, বৃক্ষরোপণ আমাদের অর্থনীতিতেও অবদান রাখেÑফলদ গাছ খাদ্য ও পুষ্টির যোগান দেয়, বনজ গাছ কাঠ ও জ্বালানির চাহিদা পূরণ করে, আর ঔষধি গাছ আমাদের সুস্থ রাখে। শহর ও গ্রাম সব জায়গায় সবুজ পরিবেশ দৃষ্টিনন্দন সৌন্দর্য সৃষ্টি করে এবং মানুষের মানসিক প্রশান্তি আনে। অতএব, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণ ও পরিচর্যা করা অপরিহার্য। আর এজন্য সামাজিক পর্যায়ে সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও যুবসমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা সময়ের বাস্তব দাবি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংঘের সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফজল তালুকদার, উপজেলা পোস্টমাস্টার মুত্তাকীম আলী, ইসলামী তরুণ সংঘের উপদেষ্টা ক্বারী মাওলানা আবদুল মালিক, পশ্চিম ভাটপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবদুল মতিন, হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মঞ্জু লাল। সংঘের সাধারণ সম্পাদক ক্বারী খালিদ মুহাম্মদ ও সাংগঠনিক সম্পাদক মো. আবদুল বাসিত এর যৌথ উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংঘের সহ-সভাপতি মাওলানা হিফজুর রহমান, হাফিজ আব্দুল আহাদ, সংঘের সহ সাধারণ সম্পাদক মাওলানা আমান আবীর, পজিটিভ সিলেট এর সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, প্রচার সম্পাদক হাফিজ মুশফিকুর রহমান মাহদি, সহ-অর্থ সম্পাদক মাওলানা রুম্মান আহমদ সুহেল, মো. কাশেম শেখ, আসাদুর রহমান তানিম, সমাজকল্যাণ সম্পাদক আবুল ফজল তাসলিম, সহ-সমাজকল্যাণ সম্পাদক শাহনেওয়াজ আহমদ সাজন, সহ-দূর্যাগ ব্যবস্থাপনা ও ত্রাণ সম্পাদক হাফিজ ইমরান আহমদ ও সাইদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাহরিয়ার হোসেন তাজিম, সহ-ক্রীড়া সম্পাদক মারুফ আহমদ নেওয়াজ, প্রমুখ।
সময়ের দাবি মেটাতে, পরিবেশের ভারসাম্য রক্ষায় ইসলামী তরুণ সংঘ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। ২২ থেকে ২৯ আগস্ট ২৫ খ্রিঃ পর্যন্ত সপ্তাহব্যাপী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নগরীর বিভিন্ন মসজিদ, মাদ্ররাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে হাজারো গাছের চারা রোপণ করবে এ সামাজিক সংগঠনটি। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর