সিলেট ল’ কলেজ ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন শাল্লার সোহাগ

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫

সিলেট ল’ কলেজ ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন শাল্লার সোহাগ

শাল্লা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিলেট মহানগরের অধীনস্থ সিলেট ল’ কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২১ আগস্ট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাষ এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত ৪৬ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে সুনামগঞ্জ জেলার শাল্লা থানার সন্তান ও সিলেট ল’ কলেজের শিক্ষার্থী মোঃ সোহাগ মিয়াকে আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এর আগে সে শাল্লা কলেজ ছাত্রদলের ‘যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক’ এর দ্বায়িত্ব পালন করেছেন।

কমিটি ঘোষণার পর মোঃ সোহাগ মিয়া বলেন, “আমি মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। সংগঠনের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

এ সময় তিনি ছাত্রদলের সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর