ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জকিগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৩ আগস্ট) জকিগঞ্জ-কানাইঘাট (সিলেট-৫) আসনের লিডারশীপ ট্রেনিং প্রোগ্রামে জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
ঘোষিত প্রার্থীরা হলেনÑ ১ নং বারহাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুস্তাক আহমদ, ৪ নং খলাছড়া ইউনিয়নে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ৬ নং সুলতানপুর ইউনিয়নে উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক ছাত্রশিবির সভাপতি দেলোয়ার হোসেন লস্কর, ৯ নং মানিকপুর ইউনিয়নে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জুবায়ের আহমদ।
জকিগঞ্জ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন লস্কর জানিয়েছেন, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হবে।
কেনো এত আগে প্রার্থী ঘোষণা করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘স্বৈরাচার হাসিনা সরকার দীর্ঘদিন ধরে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাদের মামলা ও হয়রানির মাধ্যমে জনগণের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করেছে। আমরা চাই নির্ধারিত প্রার্থীরা আগে থেকেই মাঠে থেকে মানুষের পাশে দাঁড়াক, তাদের সমস্যাগুলো জানুক এবং সমাধানের প্রস্তুতি নিক।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host