ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫
গোয়াইনঘাট সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাংলাবাজার সংলগ্ন মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় এ সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা দাবির বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ছাত্র নেতা আমিনুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির উপদেষ্টা খুরশেদ আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময়ই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় সোচ্চার। আজ দেশের জনগণ গণতন্ত্র ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। তাই তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা একটি নতুন আলোকরশ্মি, যা জাতিকে অন্ধকার থেকে মুক্তির পথে এগিয়ে নেবে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি-জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে, সুশাসন প্রতিষ্ঠা করতে এবং সিলেট-৪ আসনকে উন্নয়নের প্রকৃত ধারায় ফেরাতে আমি সর্বদা নিবেদিত থাকব।
তিনি আরও বলেন-এদেশের প্রতিটি মানুষই পরিবর্তন চায়। সেই পরিবর্তনের অঙ্গীকার নিয়েই বিএনপি মাঠে নেমেছে। জনগণ যদি আমাদের পাশে থাকে তবে আমরা একটি সোনার বাংলাদেশ গড়ে তুলব, যেখানে থাকবে ন্যায়, সমতা ও গণতান্ত্রিক অধিকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব কামাল উদ্দিন, ৩নং পূর্ব জাফলং বিএনপির সাবেক সভাপতি মুকাদ্দস আলী, বিএনপি নেতা নজরুল ইসলাম (মাস্টার), ১১নং মধ্য জাফলং বিএনপির সহ-সভাপতি শাহজাহান বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াশিম আকরাম, বীর মুক্তিযোদ্ধা মনু মিয়া এবং জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ।
সমাবেশে নেতৃবৃন্দ জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মাঠজুড়ে উপস্থিত কর্মী-সমর্থকরা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো অনুষ্ঠানস্থল।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host