ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫
জামালগঞ্জ সংবাদদাতা
রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদর মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচার ও বাস্তবায়নের অংশ হিসেবে সভায় লিফলেট ও প্রচারপত্র বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান। যৌথ পরিচালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রোকন এবং ভীমখালী ইউনিয়ন বিএনপির সদস্য আবু সায়েম।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন খুবেই জরুরি। আমরা জনগণের পক্ষে আছি, জনগণেরপক্ষে আগামী নির্বাচন সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্ধারিত হতে হবে। পিআর পদ্ধতি মানি না, মানব না- কারণ এই পদ্ধতিতে জনগণের ভোটাধিকার ক্ষুন্ন হয়।”
তিনি আরও বলেন, “জনগণ ভোট দিতে চায়, তাদের মতামতের প্রতিফলন চায়। তাই পিআর পদ্ধতি বাতিল করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, জুলফিকার আলী ভুট্রো, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, যুবদল নেতা এনামুল হক এনাম, জামালগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, গোলাম রব্বানী আফিন্দী, মোহাম্মাদ আলী, জামালগঞ্জ সদর ইউনিয়নের আহবায়ক কমিটির আহবায়ক বশীর আহম্মেদ, জামালগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক মোবারক তালুকদার, সদস্য সচিব আসাদ নুর সাদি, ধর্মপাশা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিব উল্লাহ সহ স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host