ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপিত ‘মিনি প্রেস’ ঢাকায় সরানোর উদ্যোগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেটের ভূমি মালিকরা। তাদের অভিযোগ, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ভূমি সেবা আরও পিছিয়ে পড়বে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বেন।
রোববার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানান ভুক্তভোগীরা। লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক অধ্যক্ষ ও কর্নেল (অব.) আতাউর রহমান পীর।
তিনি বলেন, ‘একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে সিলেটকে পরিকল্পিতভাবে উন্নয়ন থেকে বঞ্চিত করছে। এবার মিনি প্রেস ঢাকায় সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেটবাসীর অবস্থান স্পষ্ট করছি।’
২০১২ সালে জোনাল সেটেলমেন্ট অফিসার ইউসুফ আলীর উদ্যোগে সিলেটে মিনি প্রেস স্থাপন করা হয়। এর ফলে দ্রুত খতিয়ান ও পরচা সরবরাহ সম্ভব হচ্ছিল। কিন্তু তা বন্ধ হলে জরিপ কার্যক্রম দীর্ঘসূত্রতায় পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
লিখিত বক্তব্যে বলা হয়, সিলেট বিভাগে শুরু হওয়া জরিপ কার্যক্রমে এখনও ৩৮টি মৌজার কাজ অসম্পূর্ণ। বিশেষ করে শাহজালাল মাজার এলাকার খতিয়ান ছাপার কাজ শেষ হয়নি। এমন সময়ে প্রেস সরানো হলে সেবাগ্রহীতাদের দুর্ভোগ বাড়বে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (ভূমি রেকর্ড) স্বাক্ষরিত নির্দেশনায় ১০ কর্মদিবসের মধ্যে প্রেসের কাজ বন্ধ করে ডাটা ঢাকায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বক্তারা মনে করিয়ে দেন, ২০২১ সালেও একই উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন সিলেটবাসীর প্রতিবাদের মুখে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
বক্তাদের অভিযোগ, সিলেটের সাবেক জোনাল সেটেলমেন্ট অফিসার কাজী মাহবুব উর রহমান ব্যক্তিগত অসন্তোষ থেকে ঢাকায় বিভ্রান্তিকর প্রতিবেদন পাঠিয়েছেন। তারা এটিকে একটি ‘সিলেটবিদ্বেষী পরিকল্পনা’ বলে উল্লেখ করেন।
আতাউর রহমান পীর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সিদ্ধান্ত বাতিল না হয়, আমরা বৃহত্তর গণআন্দোলনে যাব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম, সমাজসেবক জাহেদ আহমদ, কামাল উদ্দিন ভূঁইয়া, মুফতি রায়হান উদ্দিন মুন্না, প্রবাসী আব্দুল গফ্ফারসহ বিভিন্ন উপজেলার ভূমি মালিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host