ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫
বিয়ানীবাজার সংবাদদাতা
সিলেটের ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণের চারদিনের মাথায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মো. সারওয়ার আলম।
রবিবার (২৪ আগস্ট) সকালেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিয়ানীবাজার উপজেলায় যান তিনি। প্রথমেই কাকুরার মান্দার গ্রামে শহীদ সুহেল আহমদের কবর জিয়ারত করেন তিনি।
পরে শহীদ তারেক আহমদ ও ময়নুল হোসেনের কবর জিয়ারত করেন ডিসি সারওয়ার সবশেষে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে তিনি শহীদদের বাড়িতে তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।
এ সময় ডিসি সারওয়ার বলেন, ‘গণঅভ্যুথানের শহীদদের কাছে আমরা ঋণী। কারণ তাদের কারণেই মুক্ত পরিবেশ পেয়েছি। যে চেতনা নিয়ে শহীদরা জীবন উৎসর্গ করেছিলেন সেটি যাতে সমুন্নত থাকে।’
পাশাপাশি শহীদ পরিবারেরর পাশে সব সময় থাকারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host