রাতের নগর ছাড়ল এলসি পাথরবোঝাই শত ট্রাক

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫

রাতের নগর ছাড়ল এলসি পাথরবোঝাই শত ট্রাক

বিজয়ের কণ্ঠ ডেস্ক
অন্ধকারে ঢাকা রাতে সিলেট নগরীর ভেতর দিয়ে চলেছে পাথরবোঝাই ট্রাকের লম্বা সারি। সাদা পাথর ফেরত দিতে নতুন জেলা প্রশাসকের দেয়া আলটিমেটামের পর শনিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত কোম্পানীগঞ্জ থেকে সিলেট নগরী অতিক্রম করে শত শত পাথরবোঝাই ট্রাক। খবর সিলেট ভয়েস-এর।
সিলেটের নবাগত ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম জানালেন এসকল ট্রাক ভারতীয় এলসি পাথর বহনকারী ট্রাক। তবে গভীর রাতে এলসির ট্রাকের আড়ালে অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহন হচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেটের সচেতন নাগরিকরা।

শনিবার দিবাগত রাতে সিলেট নগরীর আম্বরখানা থেকে এয়ারপোর্ট এলাকা ঘুরে দেখা যায় ভাঙা পাথর, আস্ত পাথরসহ সবরকম পাথরবোঝাই ট্রাকই অতিক্রম করেছে নগরী। এর মধ্যে পাথরবোঝাই ট্রাকের মাঝে মাঝে নিচে পাথর উপরে ড্রামভর্তি ট্রাক, তেরপল ঢাকা ট্রাকও ছিল।

কোম্পানীগঞ্জ থেকে নগর অতিক্রম করা পাথরবোঝাই ট্রাকের স্বাভাবিক গতিপথ আম্বরখানা থেকে টিলাগড় সড়ক হলেও গতরাতে বেশিরভাগ ট্রাকই সুনামগঞ্জ সড়ক সড়ক ধরে কুমারগাঁও ব্রিজ ও চৌহাট্টা হয়ে শাহজালাল ব্রিজের পথে যাচ্ছিলো। এছাড়া প্রতি ৩ থেকে ৪ টি ট্রাকের পিছনে মোটরসাইকেল কিংবা প্রাইভেট কারের এসকর্ট ছিল।

চৌকিদেখিতে মালপত্র ছাড়াই দাড়িয়ে থাকা এক ট্রাকচালক জানান, তাদেরকে বলা হয়েছে যে কোম্পানীগঞ্জ থেকে পাথরের গাড়ি আসলে সেটার সাথে খালি গাড়ি নিয়ে রওনা দেয়ার জন্য। নির্দেশ অনুযায়ী তারা পাথরবোঝাই ট্রাকের সাথে রওনা দিচ্ছেন।

সাদা পাথর লুটের ঘটনায় তীব্র সমালোচনার মুখে সিলেটের আগের ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ বদলীর পর বৃহস্পতিবার দায়িত্ব নেন নতুন ডিসি মো. সারওয়ার আলম। তিনি শুরুর দিন থেকেই কঠোরভাবে পাথর লুটেরাদের দমনে পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন।

শনিবার সিলেটের কোম্পানীগঞ্জ ও সদর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে ডিসির বৈঠকে সিদ্ধান্ত হয় লুটপাটকারী কিংবা সংরক্ষণকারীরা সেসকল পাথর নিজ উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫টার আগে সাদা পাথর পর্যটনকেন্দ্রে পৌঁছে দিতে হবে।

অন্যথায় অবৈধভাবে সাদা পাথর উত্তোলন, ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও পরিবহনের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও আলটিমেটাম দেন ডিসি সারওয়ার।

গভীর রাতে পাথর পরিবহনের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ডিসি সারওয়ার আলম বলেন, ‘সিলেটে পাথর পরিবহন নিষিদ্ধ নয়, এমন কোন নিষেধাজ্ঞাও দেয়া হয়নি, যে পাথরগুলো এসেছে সেগুলো ভারতীয় এলসি পাথর। এগুলো পরিবহন করতে পারবে তবে সাদা পাথর পরিবহনের সুযোগ নেই। ’

তিনি দাবি করেন, আলটিমেটামের পর রবিবার সকাল পর্যন্ত লুটপাটকারীরা সিলেট সদর ও কোম্পানীগঞ্জ এলাকায় ২৬ ট্রাক সাদা পাথর ফেরত দিয়েছেন।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের সদস্য সচিব আবদুল করিম কিম বলেন, ‘সিলেটে পাথর নেয়ার একটা সময় আছে। পাথর চুরির এতো বড় ঘটনার পর এভাবে গভীর রাতে পাথর পরিবহন করাটা সন্দেহজনক।’

তিনি বলেন, ‘গতবার সেনাবাহিনীর অভিযানেই ভারতীয় এলসি পাথরের আড়ালে ১৩ টি সাদা পাথর বোঝাই ট্রাক আটক করা হয়, তাহলে এখন কিভাবে তারা নিশ্চিত হচ্ছেন যে এগুলো এলসির পাথর?’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর