ওসমানীনগরে লুন্ঠিত মালামালসহ ৬ ডাকাত গ্রেফতার, গাড়ি জব্দ

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫

ওসমানীনগরে লুন্ঠিত মালামালসহ ৬ ডাকাত গ্রেফতার, গাড়ি জব্দ

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় থানা পুলিশের অভিযানে লুট হওয়া মালামালসহ ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে জিরা, শাড়ী, টি শার্ট, ক্রিম, মশলা, চাল,সিগারেট, ফুসকা বিভিন্ন পণ্যসহ ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়।
রবিবার (২৪ আগস্ট) রাতে সিলেট থেকে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান মালামাল নিয়ে নাইওরপুল দিয়ে আসতে থাকলে রাস্তায় ভ্যান আটকিয়ে সংঘবদ্ধ হয়ে কয়েকজন ডাকাত ভ্যান চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ভ্যানে থাকা পণ্য লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ওসমানীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জন ডাকাত গ্রেফতারসহ ১২ বস্তা (৩৬০ কেজি) জিরা, ৭ বস্তা (২১০ কেজি) জিরা, ১২ বস্তা ফুলকর (৬৭৫ প্যাকেট), ৮৪ পিস প্যাস্ট্রি, ১২০০ পিস স্কিনসানহিস ক্রিম ও ৪০ কেজি চাউলসহ মোট দশ লাখ সাতচল্লিশ হাজার চারশ নব্বই টাকার পণ্য মৌলভীবাজার ফতেহপুর গুপ্তপাড়া এমদাদ নামের ব্যক্তির বাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শানুর শাহ (২৯), রলেক মিয়া (৪০), আঃ মজিদ (২৪), মোঃ সুফিয়ান আহমেদ (২৬), দিলসাদ আহমেদ রাজু (৩৪) ও সাইদুর রহমান সাদী (২১)। তারা বিভিন্ন এলাকায় বসবাস করেন এবং দীর্ঘদিন যাবত অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। ঘটনায় মো. ফারদুল ইসলাম ২৪ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন, মামলা নং০৮। তারিখ ২৪,০৮,২০২৫
ওসমানীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং ডাকাতির সাথে সম্পৃক্ত অন্যান্যদের দ্রুত গ্রেফতারের পক্রিয়া অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর