ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫
তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিবেশবান্ধব জ্বালানি নিয়ে গবেষণা ‘প্র্যাক্টিক্যাল অ্যাকশন কন্সাল্টিং’ এর ৪টি ইউনিয়নে ৮টি গ্রামে সক্রিয়ভাবে নিরাপদ রান্না করার জন্য গবেষণামূলক কাজ করে যাচ্ছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাহিরপুর উপজেলার সিএনআরএস এর হল রুমে আধুনিক রান্নার সামগ্রী উপর গবেষণা সেমিনার সম্পন্ন হয়।
সেমিনার টিম লিডার সাফিউল আজম আহমেদ এর সভাপতিত্বে ও গবেষণা সহযোগী মোঃ মেহেদী হাসান ও আসিয়া তাবাসসুম কাব্য এর যৌথ সঞ্চালনায় পরিচালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরপুর উপজেলার কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক তাহিরপুর শাখার ব্যবস্থাপক অমর চন্দ্র সরকার।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন -এটি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা দারিদ্র্য দূরীকরণে উদ্ভাবনী ধারণাগুলোকে কাজে লাগিয়ে কাজ করে থাকে, যেখানে বাংলাদেশও তাদের কার্যক্রমের অংশীদার।
উক্ত কর্মশালা ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন সিএনআরএস তাহিরপুর উপজেলার সমন্বয়ক মোহাম্মদ তাজ মাহমুদ, বিভিন্ন গ্রামের সচেতন পুরুষ, মহিলা এবং আধুনিক চুলা রান্না সামগ্রী ব্যবসায়ী, আধুনিক চুলার মেরামতের টেকনিশিয়ান, সিলেন্ডার বিক্রেতা হাউস বোট চালক বৃন্দ।
উক্ত সেমিনারে তাহিরপুর উপজেলার দুটি ইউনিয়নের গবেষণার মাধ্যমে পাওয়া যায় প্রাথমিক জ্ঞান সম্পন্ন লোক ৪০% স্বাক্ষর জ্ঞান সম্পন্ন লোক ৩৩% উচ্চশিক্ষিত ৮% এবং উক্ত উপজেলার প্রাতিষ্ঠানিক, গবেষণা, সক্ষমতা ও কৌশল উন্নয়ন বাজার বিশ্লেষণ বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে আলোকপাত করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host