ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫
বড়লেখা সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩ বাংলাদেশি ও ১৩ রোহিঙ্গা নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইন করেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) আওতাধীন উপজেলার কুমারশাইল সীমান্ত চা-বাগান এলাকা থেকে ১৬ জনকে আটক করে লাতু ক্যাম্পের টহল দল। প্রাথমিক পরিচয় বাছাই শেষে সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করেছে বিজিবি।
জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত চা-বাগান এলাকা থেকে বিজিবি নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনকে আটক করে। তারা তখন উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা এবং ৩ জন বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় পাওয়া গেছে। প্রাথমিক পরিচয় যাচাই-বাছাই শেষে সবাইকে বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
বিজিবি-৫২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা যায় পুশইনকৃত ১৬ জনের মধ্যে ১৩ জন রোহিঙ্গা এবং ৩ জন বাংলাদেশি। পরিচয় শনাক্ত করে সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, ‘বিএসএফের পুশইনকৃত ৩ বাংলাদেশি ও ১৩ রোহিঙ্গা নাগরিকের নাম-ঠিকানা নিশ্চিত করে বিজিবি তাদের থানায় সোপর্দ করেছে। বাংলাদেশিদের আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হবে। রোহিঙ্গাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host