ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনুর নেতৃত্বে এই অভিযানটি অনুষ্ঠিত হয়। অভিযানে তাহিরপুর থানা পুলিশের সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাদের প্রত্যেককে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন তাহিরপুর উপজেলার বদরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ফজর আলী (৫০), আমবাড়ি গ্রামের আলকাজ মিয়ার ছেলে আব্দুর রশিদ (৩১), হলহলিয়া চরগাঁও গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মিস্টার নুর (২৮), আমতৈল গ্রামের জহির আলীর ছেলে মিয়া চান (২২), এবং একই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৮)।
একই অভিযানে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে আরও একজনকে আটক করা হয়। তাকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনুর এ অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host