দিরাইয়ে যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫

দিরাইয়ে যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

দিরাই প্রতিনিধি

দিরাইয়ে যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায়, উভয়পক্ষের নারী-পুরুষসহ ১৫জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের ধাপকাই গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত ইয়াসমিনা (৩৪) হাদিস মিয়া (৫৭) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং অন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, ধাপকাই গ্রামের নবীর হোসেন সঙ্গে তার নিকটতম প্রতিবেশী আলতাব মিয়ার যাতায়াতের পথ নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে দুপক্ষের মধ্যে মারামারি হয় এতে নারী পুরুষ সহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
এ ব্যপারে অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর