ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫
কোম্পানীগঞ্জ সংবাদদাতা
জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার প্রচার সমন্বয়কারী মাওলানা মুফতি ছালিম আহমদ এক ফেসবুক স্টেটাস এ বলেছেন, ‘আমি রাজনীতি করবো ক্লিন ইমেজ নিয়ে, নয়তো রাজনীতি ছেড়ে দেব।’
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তাঁর রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিগত মূল্যবোধের বিষয়ে স্পষ্ট মনোভাব তুলে ধরেন।
তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি বংশগত মর্যাদা রয়েছে। সেই সঙ্গে আল্লাহ তায়ালা আমাকে এমন একটি পরিচয় ও সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন, যা নিয়ে আমি গর্ব অনুভব করি।’
রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ প্রসঙ্গে তিনি জানান, ‘অনেক সময় এমন কিছু মানবিক কাজ থাকে সাধারণ জনগণের জন্য, যা একমাত্র রাজনৈতিক অবস্থান ছাড়া সম্ভব হয়ে ওঠে না। মানুষের উপকার করতে পারার সেই বড় পরিসরের সুযোগ তৈরি হোকÑএই চাওয়া থেকেই আমি রাজনীতির নতুন ধারা বা ‘নতুন বন্দোবস্ত’ দেখে এই অঙ্গনে যুক্ত হয়েছিলাম।’
তবে তিনি সতর্ক করে বলেন, ‘যদি এই ‘নতুন বন্দোবস্তের’ নামে আগের সেই পুরোনো চেহারার রাজনীতিই ফিরে আসে, তাহলে আমি বিনা দ্বিধায় রাজনীতি ছেড়ে জনগণের কাতারে ফিরে যাব।’
সবশেষে তিনি জোর দিয়ে বলেন, ‘আমি রাজনীতিতে এসেছি মানুষের জন্য কাজ করতে, নেতা হবার জন্য আমি আসি নাই।’
তার এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে, অনেকেই তার স্পষ্টভাষী ও নীতিনিষ্ঠ অবস্থানের প্রশংসা করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host