পাথরকাণ্ডে পুলিশের আলোচিত ২২ সদস্য নতুন স্থানে
কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি রতন শেখ, আদনান বদলী

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>পাথরকাণ্ডে পুলিশের আলোচিত ২২ সদস্য নতুন স্থানে</span> <br/> কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি রতন শেখ, আদনান বদলী

নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা পুলিশের নিয়মিত বদলীর অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনানকে বদলী করা হয়েছে। নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. রতন শেখকে, যিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের দৃষ্টান্ত হিসেবে পরিচিত। মঙ্গলবার (১৩ আগস্ট) বিষয়টি সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান নিশ্চিত করেন।
রতন শেখ পুলিশের মধ্যে একজন মানবিক ও ন্যায়পরায়ণ কর্মকর্তা হিসেবে পরিচিত। দায়িত্ব পালনকালে তিনি ঘুষের প্রলোভনে কখনো পা দেননি, সর্বদা জনসেবার মানসিকতা নিয়ে কাজ করেছেন। ১৯৯৪ সালে সরাসরি এসআই পদে বাংলাদেশ পুলিশের সঙ্গে যুক্ত হয়ে মাগুরা সদর থানায় প্রথম পোস্টিং পান। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ, কুষ্টিয়া ও সাতক্ষীরা কোর্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে পদোন্নতি পেয়ে প্রথম ওসি তদন্ত পদে দায়িত্ব পান এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানাসহ একাধিক থানায় দায়িত্ব পালন করেছেন।
২০১৩-২০১৪ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে দায়িত্ব পালনকালে তাঁর সাহসিকতা, পেশাদারিত্ব ও মানবিক আচরণ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। চাকরিজীবনে সততা ও নিষ্ঠার জন্য তিনি আইজিপি ব্যাজ দুইবার, জাতিসংঘ শান্তি মিশন পদক একবার এবং শুদ্ধাচার পুরস্কার একবার পেয়েছেন।
এর আগে সিলেটে পুলিশের ২২ জন সদস্যকে বদলী করা হয়েছে। এতে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানার ১১ জন উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক অন্তর্ভুক্ত ছিলেন। জেলা পুলিশ সূত্র জানায়, কোম্পানীগঞ্জ থানার তিনজন এসআই ও একজন এএসআই এবং গোয়াইনঘাট থানার চারজন এসআই ও তিনজন এএসআইকে অন্যান্য থানায় বদলী করা হয়েছে। অন্যরা বর্তমানে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কুশিয়ারা পুলিশ তদন্তকেন্দ্র ও সিলেটের মোটরযান শাখায় দায়িত্বে রয়েছেন।
নতুনভাবে নয়জনকে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে বদলী করে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্র জানায়, সম্প্রতি কোম্পানীগঞ্জের সাদাপাথর ও গোয়াইনঘাটের জাফলং এলাকায় পাথর লুটকাণ্ডে সমালোচনার কারণে দুই থানার ১১ পুলিশ সদস্যকে সরানো হয়েছে। এছাড়া জেলা প্রশাসককে ওএসডি ও কোম্পানীগঞ্জের ইউএনওকে বদলী করা হয়েছে।
রতন শেখের নেতৃত্ব ও নিষ্ঠা প্রমাণ করে, সরকারি চাকরিজীবীরা সততা ও দায়িত্বশীলতা অবলম্বন করলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব। তাঁর কর্মদক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি পুলিশের সুনাম রক্ষা করে এবং জনগণের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর