ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫
ছাতক সংবাদদাতা
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর মমিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কোর্ট পয়েন্ট এলাকা থেকে ছাতক থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
গ্রেফতারকৃত আব্দুর মমিন ছাতকের ২নং নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন এবং সার-রেজিস্টার অফিসে দলিল লেখক হিসেবেও পরিচিত।
জানা যায়, তার বিরুদ্ধে ভুয়া দলিল তৈরি, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান, নৌপথে চাঁদাবাজি, সরকারি টিলার জায়গা দখল করে লাল পাথর উত্তোলন, বালু ও ভিটবালু লুটসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি অল্প সময়েই বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রভাবিত করে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, ‘আব্দুর মমিনের বিরুদ্ধে নিয়মিত মামলার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাবশালীকে ছাড় দেওয়া হবে না।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host