সুনামগঞ্জে যুব অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল-সভা

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫

সুনামগঞ্জে যুব অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল-সভা

বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
বাংলাদেশ যুব অধিকার পরিষদের গৌরব,ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ অগস্ট) বিকেল ৪টায় বাংলদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ঐতিহ্যবাহি যাদুঘর প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাহিদ আলী খোকনের সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি সোহেল বরকত ও সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি মাওলানা আলী আজগর। সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,সংগঠনের সম্পাদক তিমন চৌধুরী,জেলা যুব অধিকার পরিষদের সাধারন সম্পাদক নাজিম খানসহ জেলা গণ অধিকার পরিষদ,যুব অধিকার পরিষদ,ছাত্র অধিকার পরিষদসহ ১২টি উপজেলার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন,গত ২৯ আগষ্ট আওয়ামীলীগকে পূনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুরের উপর সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর কিছু সদস্যরা যেভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে রক্তাক্ত করেছেন অবিলম্বে এই সমস্ত হামলাকারিদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যতায় আগামীতে কঠোর আন্দোলনে যাওয়ার ও হুশিয়ারী উচ্চারন করেন বক্তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর