ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫
শাল্লা প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৃথক পৃথক অভিযানে চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ। শনিবার (৩০ আগস্ট) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই তারেক নাজিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ২নং হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এসময় চোলাই মদ ব্যবসায়ী সোহেল দাশ (২৫) কে আটক করা হয়। স্হানীয়সূত্রে জানাযায় দীর্ঘদিন যাবৎ সোহেল দাস এব্যবসার সাথে জড়িত। তার কাছ থেকে ৯০ লিটার চোলাই মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫-৫০ হাজার টাকা। সোহেল দাশ শাসখাই গ্রামের মৃত রমেশ দাশের ছেলে এবং ওই রাতেই ৩নং বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে আরও এক অভিযানে পুলিশ মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী আলী আজমকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্র জানায়, সোহেল দাশ ও আলী আজম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় শাল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪)।
(রবিবার) ৩১ আগস্ট দুপুরে গ্রেফতারকৃত সোহেল দাশ ও আলী আজমকে আদালতে পাঠানো হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, —মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শাল্লা থানা সর্বদা কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host