ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫
গোয়াইনঘাট প্রতিনিধি
ক্ষণিকের সফলতাই সফলতা নয়। তোমাদের এই সাফল্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। জিপিএ-৫ পাওয়াই মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য হচ্ছে প্রকৃত জ্ঞান অর্জন করা, ভালো মানুষ হওয়া, সফল মানুষ হওয়াই বড় কাজ।’
বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি কিন্তু বাংলাদেশের মতো সোনার দেশ আর কোথাও দেখিনি। তোমরা দেশকে ভালবাসবে, দেশের যেকোনো সংকটে তোমাদের এগিয়ে আসতে হবে।’
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে। রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের আয়োজিত কৃতী শিক্ষার্থীরাও সাংস্কৃতিক এসব আয়োজনে অংশ নিয়ে মাতিয়ে তোলে রুস্তমপুর কলেজ হল রুম ।
জীবনের আসল সাফল্য শুধু ভালো ফলে নয়; বরং ভালো মানুষ হয়ে ওঠার মধ্যে নিহিত। শিক্ষার্থীদের সৃজনশীল হতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে এবং সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। অধ্যবসায় ও সততার সঙ্গে এগোলে জীবনের যেকোনো ক্ষেত্রেই জয়ী হওয়া সম্ভব।
গোয়াইনঘাট উপজেলা রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন অতিথিরা।
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় রুস্তমপুর কলেজ হল রুমে এ সংবর্ধনার আয়োজন করে ছাত্র সংসদ । সকাল ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নানা আয়োজনে মেতে ওঠে ইউনিয়ন কৃতী শিক্ষার্থীরা।
সকাল থেকেই সংবর্ধনাস্থলে আসতে শুরু করে ইউনিয়নের বিভিন্ন প্রান্তের কৃতী শিক্ষার্থীরা। কেউ ছিল গল্পগুজবে ব্যস্ত, কেউবা সেলফি তোলায়। সংবর্ধনার নিবন্ধনের আমন্ত্রণ কার্ড হাতে সারিবদ্ধভাবে নির্ধারিত শিক্ষার্থীরা ফলজ পেয়ারা গাছ ও ডায়েরি খাতা কলম
উপহারসামগ্রী সংগ্রহ করে। অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন করেন শিক্ষার্থীরা,
সকাল ঠিক ১১টায় মঞ্চে হাজির হন উপস্থাপক ও রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সোহেল আহমদ ও ডা. আমিনুর রশীদ জসিম, সভাপতি আব্দুল কাদির রাফির সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাবেক ছাত্র সংসদের সফল সভাপতি নাহিদুল হক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখেন রুস্তমপুর কলেজের প্রফেসর শেরগুল আহমেদ, বক্তব্য রাখেন হেলাল উদ্দিন আহমেদ, রুস্তমপুর কলেজের বর্তমান প্রফেসর আশরাফুল ইসলাম,লুৎফুর রহমান মাসুক আহমদ, আব্দুল মান্নান, আলি আমজাদ, জাহাঙ্গীর আলম, সোয়েব আহমদ, আবুল কালাম আজাদ, জাবের আহমদ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host