ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নির্বাচিত ডিলারের মাধ্যমে উপজেলার ৩টি নির্ধারিত পয়েন্টে খাদ্যবান্ধব ওএমএস সেবা চালুর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারের নির্বাচিত উসমান এন্টারপ্রাইজে এ খাদ্যবান্ধব ওএমএস সেবার শুভ উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: মোজাম্মেল হক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, উসমান এন্টারপ্রাইজের মালিক মো: মামুন আহমদ ও ব্যবসায়ী নজরুল মিয়া প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার তিনটা পয়েন্ট পাগলা বাজার, পাথারিয়া বাজার ও শান্তিগঞ্জ বাজারে সপ্তাহে ৫ দিন এই সেবা চালু থাকবে। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে মাত্র ২৪ টাকা কেজি দরে একজন সর্বোচ্চ ৫ কেজি আটা এবং ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন। আপাতত শুধু আটা করতে ক্রয় পারছেন তারা। তবে বর্তমান চাহিদা অনুযায়ী আরও বেশি আটা ও দ্রুত চাল বরাদ্দের প্রয়োজন বলে জানান মানুষজন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host