ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় আহত ৬

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫

ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ওসমানীনগর প্রতিনিধি
বাড়ির রাস্তা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্রকরে সিলেটের ওসমানীনগরে দেশীয় অস্ত্রের হামলায় একই পরিবারের মহিলাসহ ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রবিবার রাতে অভিযোগটি মামলা আকারে রুজু করে থানা পুলিশ।
অভিযোগ সূত্র জানায়, ২৭ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর মাইজগাঁও গ্রামের ইন্তাজ আলীর পুত্র আক্তার আলীর সঙ্গে প্রতিপক্ষের বাড়ির সীমানা ও রাস্তা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে পূর্ব পরিকল্পিতভাবে আক্তার আলী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একই বাড়ির নিলু মিয়া, তার ভাই রুনু মিয়া, আনু মিয়াসহ তাদের সহযোগীরা। হামলায় আক্তার আলী, তাঁর স্ত্রী, ছেলে, চাচাত ভাই ও ভাতিজা আহত হন। এসময় বসতঘরে প্রবেশ করে ভাঙচুর ও দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে পিয়ার আলীর পুত্র আকবর আলী গুরুত্বর আহত হন। তাকে বাঁচাতে অন্যরা এগিয়ে আসলে তাদের উপর হামলা চালালে একই পরিবারের ৬ সদস্য আহত হন। তাদের সুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে আকবর আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এই ঘটনায় ৫ জনের নাম উল্যেখসহ অজ্ঞাত কয়েক জনকে অভিযুক্ত করে ২৮ আগস্ট ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আক্তার আলী। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন।
ভূক্তভোগী আক্তার আলী বলেন, আমাদের একটি পুরাতন ঘর মেরামত করাকে কেন্দ্র করে এবং বাড়ির রাস্তা নিয়ে বিরোধ সৃষ্টি করেন নিলু মিয়াসহ তার সহযোগীরা। উদ্দেশ্যে প্রনোদিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের উর্ধতন মহলের সু-দৃষ্টি কামনা করেন তিনি।
এই বিষয়ে বাড়িতে গিয়ে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। নিলু মিয়া ও আনু মিয়ার মোবাইল ফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এস.আই বিষ্ণুপদ রায় বলেন, এই ঘটনায় দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছেন। একটি অভিযোগ তদন্ত শেষ হয়েছে, আরো একটি তদন্তাধীন।
ওসমানীনগর থানার ওসি(তদন্ত) এস.এম মাহমুদ হাসান রিপন বলেন, দুই পক্ষের মধ্যে আকবর আলী ও লিপি বেগম লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত শেষে রবিবার রাতে বাদী আকবর আলীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। লিপি বেগমের অভিযোগ তদন্তাধীন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর