ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের অভিযানে চুরি হওয়া দুটি গরু উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩১ আগস্ট বড়লেখা উপজেলার দক্ষিণভাগ গ্রামের ইয়াকুব আলীর (৫৫) বাড়ির বারান্দায় থাকা গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুটি ডেকী গরু চুরি হয়। পরে ভুক্তভোগী ৫ সেপ্টেম্বর বড়লেখা থানায় মামলা দায়ের করেন।
মামলার পরপরই অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ও তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে একটি টিম অভিযান শুরু করে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবল চন্দ্র সরকার অভিযানে সমন্বয় করেন।
অভিযানের অংশ হিসেবে প্রথমে দোহালিয়া গ্রামের মো. মিলন আহমদ (২৮) কে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে একই রাতে জুড়ি থানার বেলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার করা হয়। এসময় আরও দুইজন শহিদ মিয়া (৬০) ও হানিফ মিয়া (৫৫) গ্রেফতার হন। পরদিন তাদের আদালতে পাঠানো হয়।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গরু চুরির ঘটনায় মামলা হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান শুরু করি। চুরি হওয়া গরু উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। জনগণের জানমালের নিরাপত্তায় বড়লেখা থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host