ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫

ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
সিলেটের সুনামগঞ্জের ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৬ সেপ্টেম্বর ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি জুনায়েদ হোসেন রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একরাম হোসেনের সঞ্চালনায় সাইফুর রহমানের কুরআনের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহমুদুল হাসান নাঈম। এসময় তিনি বলেন অপেক্ষার প্রহর পেরিয়ে আজ আমাদের সংগঠন তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ করলো। ২০২২ সালের ২৭শে আগস্ট ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অধ্যয়ণরত থাকাকালীন তিন বন্ধু মিলে নতুন প্রত্যয়ে সংগঠনের যাত্রা শুরু করি। এ যাত্রায় আমাদের সাথে থাকার জন্য সকল শুভাকাক্সক্ষী, শুভানুধ্যায়ী, উপদেষ্টা মন্ডলি, সদস্য ও প্রিয়জনদের প্রতি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: বেলাল হোসেন বলেন আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের শিক্ষার্থীরা এ সংগঠনের যাত্রা শুরু করে রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত শুনে এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে শিক্ষার দিকে উৎসাহ উদ্দীপনা যোগানো ও বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনকে সংবর্ধনা প্রদান এখানেই এমন প্রানবন্ত আয়োজন দেখে মুগ্ধ হলাম। সময়ের সাথে মহৎ কাজে সংগঠনের সাথে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক শিহাব উদ্দিন মেম্বার বলেন সোশ্যাল মিডিয়ায় তাদের রক্তদান ও মানবিক কাজের চিত্র দেখে আমি মনে তৃপ্তি পাই। তরুণ বয়সে তাদের এমন কাজ অনুপ্রেরণা জোগায়।

ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল কলেজের শিক্ষক চৌধুরী শাহনাজ পারভীন ও জুবায়ের বলেন পড়ালেখায় অধ্যয়ণ থাকাকালীন আমাদের প্রতিষ্ঠানে আমরাও এরকম সংগঠনের কাজ দেখে অনুপ্রাণিত হতাম। মহৎ কাজ রক্তদানের মধ্য দিয়ে অন্যের উপকার ও নিজের শরীরের লাভ হয়। তাই সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান করছি।

অনুষ্ঠানে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ৩০ জন মেধাবী শিক্ষার্থী ও সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান স্বরুপ ৯টি সংগঠন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি, সৎ পথের পথিকরা, রক্তের অনুসন্ধানে আমরা, বন্ধুমহল রক্তদান ও মানবকল্যান সোসাইটি, বন্ধুমহল ব্লাড ফাইটার্স শান্তিগঞ্জ, সেবা ব্লাড ফাউন্ডেশন ইসলামপুর,কেএম ব্লাড ফাউন্ডেশন, আব্দুল হক তালুকদার ফাউন্ডেশন হবিগঞ্জ, প্রয়াস তরঙ্গ ও সমাজকল্যান সংস্থা, সর্বোচ্চ রক্তদাতা হুসাইন আহমদ ও ভলান্টিয়ারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীয়মান তরুণ আলোচক মোশতাক আহমদ জালালাবাদী, তরুণ সংগঠক শাহিনুল ইসলাম, মুফতি জাকির ও ছাতক টিএসসির শিক্ষকবৃন্দ।

এছাড়াও ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি আদনান হাদী, কার্যকরী সদস্য মুশফিকুর রহমান মারুফ,ওয়াসীম আহমেদ আবির, সুয়েব,তামিম,মাহবুব,আবু হামজা সাইফ,আবু রেদোয়ান সহ সংগঠনের ভলান্টিয়ার ও ছাতক টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থী ও সংবর্ধিত সংগঠনে প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর