ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫
শাল্লা প্রতিনিধি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার প্রতিবাদে শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ২টায় জেলা জমিয়তের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাল্লা উপজেলা জমিয়তের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিল বের হয়ে ঘুঙ্গিয়ার গাঁও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাল্লা শহীদ মিনারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইকরাম হোসাইন এর সভাপতিত্বে এবং জেলা জমিয়তের অর্থ সম্পাদক ও শাল্লা উপজেলা জমিয়ত এর সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা পরিষদ মসজিদের খতীব হাঃ মাওঃ এনামুল হক শাল্লা উপজেলা জমিয়ত শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান সাংগঠনিক সম্পাদক মাওলানা রুকনুুদ্দীন আল মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিস শাল্লা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুয়াজ্জম হোসাইন, ইসলামি আন্দোলন শাল্লা উপজেলা শাখার সভাপতি মাওলানা আতিকুর রহমান জনাবী, যুব জমিয়ত শাল্লা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী ইমামুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তাহের হাবিবী, ছাত্র জমিয়ত শাল্লা উপজেলা শাখার সাবেক সভাপতি হাঃ মাওঃ মাসুম বিল্লাহ, সাবেক ছাত্র জমিয়ত নেতা মুফতী আব্দুল্লাহ আল মামুন, গণ পরিষদ নেতা মাওলানা মাসুম বিল্লাহ, শ্রমিক জমিয়ত নেতা জনাব আবু বকর এনসিপি নেতা মাওলানা রাকিবুল হাসান ছাত্র জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন রাসেল সহ প্রমুখ।
এছাড়া যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ফেদায়ে জমিয়ত মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনিদের দ্রুত সনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে সুনামগঞ্জ জেলা অচল করে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জ থেকে বাড়ি যাওয়ার পথে দিরাই মদনমোহন রোডে নিখোঁজ হন মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী।
পরিবার, স্বজন ও দলীয় নেতা কর্মী সর্বত্র খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি। অবশেষে নিখোঁজের তিন দিন পর ৫ সেপ্টেম্বর সকালে দিরাই উপজেলার শরিফপুর ইটভাটা এলাকার নদীতে ভেসে ওঠে তার নিথর দেহ।
এ হত্যাকাণ্ডে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা পেশ করেন শাল্লার সর্বস্থরের জনতা।
পরিশেষে সভাপতি সাহেব জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের যাবতীয় কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে তাঁর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host