ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমদকে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতার দাবিতে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বাদ আছর উপজেলার গোয়ালা বাজারে উপজেলা জমিয়তের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হাফিজ সৈয়দ আবু আহমদের সভাপতিত্বে, সহ-সভাপতি মাওলানা হাফিজ আব্দুসসালামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা খুনীদের গ্রেফতারের জন্য সরকারের প্রতি দাবি জানান।
এতে বক্তব্য দেন জমিয়তের সিলেট জেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজি আমিন উদ্দিন, সিলেট জেলা শাখার সহ- সাধারণ সম্পাদক মাওলানা মুহতাসীম বিল্লাহ জালালি, সাংগঠনিক সম্পাদক হাফিজ ছইদুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন মামুন, ওসমানীনগর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোস্তফা আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মঈন উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইমরান খাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা এমদাদুর রহমান, জমিয়তের বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুসসালাম, যুবজমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক হাফিজ মনছুর আহমদ।
উল্লেখ্য, নিখোঁজের তিন দিন পর সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মুশতাক আহমদের (৫৫) লাশ উদ্ধার করা হয়। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে দিরাই উপজেলার শরিফপুরের বাট্রা এলাকায় মরা সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মুশতাক আহমদের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা গাজীনগর গ্রামে। তিনি উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ। নিখোঁজের পর তার স্ত্রী সৈয়দা রুবি বেগম, বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host