ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকাণ্ডে গ্রেফতার হয়েছেন সংগঠনের অপরাংশের নেতা এম. আব্দুল হাফিজ।
সোমবার ভোরে সিলেট নগরী থেকে তাকে আটক করে পুলিশ। বিকেলে দিরাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাফায়েত সালামের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ সময় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) শুনানির দিন ধার্য করেন।
গত বুধবার সন্ধ্যায় নিখোঁজ হন মাওলানা মুশতাক। পরদিন তার স্ত্রী রুবি বেগম শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। একই দিন জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রশাসনের সহায়তা কামনা করে বিবৃতি দেন। পুলিশ জানিয়েছিল, নিখোঁজ হওয়ার রাতে দিরাই সড়ক মোড়ে তাকে সর্বশেষ দেখা যায়। পরে শুক্রবার সকালে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের পুরাতন সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জমিয়তের কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ হয়ে রোববার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের দিরাই সড়ক মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় হাজারো যানবাহন আটকে পড়ে।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসেন জানান, নিহত মাওলানা মুশতাকের স্ত্রী রুবি বেগম দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল হাফিজ। তাকে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৈবুর রহমান বাবুল বলেন, “এটি একটি পরিকল্পিত ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। মামলার মূল আসামিকে আদালতে হাজির করার পর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আগামী ১০ সেপ্টেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন।”
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host