ওসমানীনগরে মৃতের আত্মীয়কে উত্তরাধিকারী ও ভূয়া নমিনি সাজিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনে সিন্ডিকেট, গা ঢাকা দিয়েছেন চেয়ারম্যান
ইউপি চেয়ারম্যান, সদস্য ও ব্যাংক কর্মচারীর কারসাজিতে অর্থ লুটের চেষ্টা

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>ওসমানীনগরে মৃতের আত্মীয়কে উত্তরাধিকারী ও ভূয়া নমিনি সাজিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনে সিন্ডিকেট, গা ঢাকা দিয়েছেন চেয়ারম্যান</span> <br/> ইউপি চেয়ারম্যান, সদস্য ও ব্যাংক কর্মচারীর কারসাজিতে অর্থ লুটের চেষ্টা

হারুনুর রশিদ, ওসমানীনগর
সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নে ভূয়া নমিনি সাজিয়ে ব্যাংক হিসাবে টাকা উত্তোলনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনতা ব্যাংক বুরুঙ্গা বাজার শাখার কর্মচারী ও এক ইউপি সদস্যের নাম উঠে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানীনগরের বুরুঙ্গাবাজার ইউনিয়নের পশ্চিম সিরাজনগরের মৃত সুনা উল্লার পুত্র লন্ডন প্রবাসী আইয়ুব উল্লাহ (৬৫) চলতি বছরের ১০ জুন সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে যান। জীবদ্দশায় তিনি জনতা ব্যাংক বুরুঙ্গা বাজার শাখায় হিসাব নং ০১০০০৫১২৮০২২৩ এ প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা জমা রাখেন।
তবে মৃত্যুর পর গত ১ সেপ্টেম্বর দূরসম্পর্কের আত্মীয় সুলতানা হোসাইন নিজেকে উত্তরাধিকারী দাবি করে বুরুঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে একটি উত্তরাধিকার সনদ (স্মারক নং ৫২৫৯৫৭৯) সংগ্রহ করেন। অথচ মৃত আইয়ুব উল্লাহর ৭ সন্তান বর্তমানে জীবিত এবং স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করছেন।
অভিযোগ রয়েছে, প্রকৃত উত্তরাধিকারীদের বাদ দিয়ে সুলতানা হোসাইনকে উত্তরাধিকার বানিয়ে যে সনদ প্রদান করা হয়েছে, সেটি ছিল পরিকল্পিত একটি সিন্ডিকেটের কারসাজি।
এই সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন পতিত আওয়ামী লীগ নেতা ও বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান। সহযোগী হিসেবে ছিলেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ঝনিক লাল দেব এবং জনতা ব্যাংকের ৪র্থ শ্রেণির কর্মচারী পান্না লাল দেব। স্থানীয়রা জানান, পান্না লাল দেব হলেন ইউপি সদস্য ঝনিক লাল দেবের ছেলে।
ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে আশঙ্কায় চেয়ারম্যান আখলাকুর রহমান গা ঢাকা দেন।
তবে পরিষদের একটি সুত্র বলছে তিনি চলতি মাসের ১১ সেপ্টেম্বর লন্ডন সফরে যাওয়ার কথা থাকায় ৮ সেপ্টেম্বর থেকে ছুটি মঞ্জুর করিয়েছেন। তবে ৭ সেপ্টেম্বর থেকেই তিনি অফিসে অনুপস্থিত এবং তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
এদিকে জনতা ব্যাংক বুরুঙ্গা বাজার শাখার ব্যবস্থাপক আবুল হাসানাত সাংবাদিকদের জানান, ব্যাংকের রেকর্ডে আইয়ুব উল্লাহর নমিনি হিসেবে সুলতানা হোসাইন রয়েছেন।
প্রবাসীর স্বজনদের অভিযোগ, চেয়ারম্যান, ইউপি সদস্য ও ব্যাংক কর্মচারী মিলে প্রবাসীর টাকা আত্মসাতের উদ্দেশ্যে একটি পরিকল্পিত সিন্ডিকেট গঠন হয়।
এ বিষয়ে ইউপি সদস্য ঝনিক লাল দেব বলেন, উত্তরাধিকার সনদ প্রদানের বিষয়টি চেয়ারম্যানের দায়িত্ব, আমি এ ঘটনায় সরাসরি জড়িত নই।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর