ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। তার নাম মফিজুর রহমান বাবুল। বিশ্বনাথ পৌরসভার মজলিস ভোগশাইল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি ন্যাশনাল ব্যাংক সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর শাখার সাবেক ব্যাংক কর্মকর্তা।
গেল বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাবেক কর্মস্তল ন্যাশনাল ব্যাংকে যাওয়ার জন্য মফিজুর রহমান বাবুলের কাছে কল আসে। কল পেয়েই তিনি ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে সিলেট শহরের পাঠানপাড়া শিববাড়ি এলাকার বাসা থেকে বের হন। পরে, আর বাসায় ফেরেননি। খোঁজ নিতে গেলে বন্ধ পাওয়া যায় তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও।
পরিবার সূত্রে জানা যায় , এ ঘটনায় আমরা এসএমপির মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৫১৬) করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামানের মুঠোফোনে কথা হলে তিনি জানান, পুলিশের একটি বিশেষ টিম বাবুলের সন্ধানে কাজ করছে। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host