মতবিনিময়কালে এসএমপি কমিশনার
সিলেটে অপরাধ দমনে পুলিশের ‘অ্যাপ’ চালু

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>মতবিনিময়কালে এসএমপি কমিশনার</span> <br/> সিলেটে অপরাধ দমনে পুলিশের ‘অ্যাপ’ চালু

নিজস্ব প্রতিবেদক
সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) বলেন, ‘সিলেট শহরকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চালু করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ‘এবহরবঅ’। এই অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ এক ক্লিকেই মিলবে জরুরি সব পুলিশি সহায়তা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।
নবাগত পুলিশ কমিশনার আরও বলেন, ‘সময়ের সাথে অপরাধের ধরণ বদলেছে। তাই আমরা চালু করতে যাচ্ছি এবহরবঅÑএকটি অ্যাপ, যা নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এক ক্লিকেই পুলিশের সাহায্য, সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্কসহ সবই ‘এবহরবঅ’ অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিং সুবিধা থাকবে। ভবিষ্যতে এতে থাকবে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধে বিশেষ। ব্যবস্থা, ড্রোন নজরদারি, আইনি সহায়তা ও ব্লকচেইন ভিত্তিক সাক্ষ্য প্রমাণ সুরক্ষা।’
তিনি আরও বলেন, ‘একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলার লক্ষ্যে এই অ্যাপটি চালু করা হয়েছে। যেখানে সিলেটবাসী সবাই আস্থার সাথে চলাফেরা করবে। বাচ্চারা নির্ভয়ে হাসিমুখে স্কুলে যেতে পারবে। রাস্তাঘাটে নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে।’
সিলেটবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রিয় সিলেটবাসী, আপনাদের নিরাপত্তার জন্য মাঠে পুলিশ কাজ করে। নিরাপদ সিলেট গঠন শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এটি আমাদের যৌথ স্বপ্ন। এই শহর কেবল ইট-পাথরের সমাহার নয়Ñএটি আমাদের পরিবার ও ভবিষ্যৎ। পুলিশের একার চেষ্টায় এইসব সম্ভব নয়। আপনার অংশীদারিত্বই গড়ে তুলবে একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট। পুলিশ কমিশনার হিসেবে আমার স্বপ্ন একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলাÑযেখানে সবাই আস্থার সাথে চলাফেরা করবে, সন্তানরা হাসিমুখে স্কুলে যাবে, নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে। আপনারা আছেন বলেই আমাদের কাজের স্বার্থকতা।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর