দিনভর অভিযানে সুফল দেখছেন নগরবাসী
ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নগর ভবন ও জেলা প্রশাসন

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>দিনভর অভিযানে সুফল দেখছেন নগরবাসী</span> <br/> ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নগর ভবন ও জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে যৌথ অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট জেলা প্রশাসন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
অভিযানকালে নগরবাসীর চলাচলের স্বার্থে সিলেটের ঐতিহ্যবাহী ক্বিনবিজ থেকে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়। দক্ষিণ সুরমার যমুনা মার্কেটের সামনের অবৈধ স্থাপনাসহ বিভিন্ন সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়। সিলট নগরীর সকল সড়ক ও ফুটপাত থেকে অবিলম্ব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। অন্যথায় নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানানো হয়।
অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন, সহ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, নগর ভবন ও জেলা প্রশাসনের দিনভর এমন অভিযানে রীতিমত সুফল দেখছেন নগরবাসী। তারা চাইছেন, এ অভিযান যেনো অব্যাহত থাকে। কোনো সিন্ডিকেট যেনো অসৎ ফায়দা হাসিলে ফুটপাতে হকার বসাতে না পারে সে দিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। তারা আশা করছেন, এমন অভিযানে অচিরেই একটি যানজটমুক্ত নগর উপহার দিবে জেলা প্রশাসন ও সিসিক কর্তৃপক্ষ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর