এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে স্মারকলিপি

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজকে সরকারিকরণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষার্থী সংগঠন কোম্পানীগঞ্জ স্টুডেন্টস’ এসোসিয়েশন, সাস্ট।

বুধবার বিকেল সাড়ে ৩টায় সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়। এতে কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের পক্ষে প্রায় ১০০ জন শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের গণস্বাক্ষর যুক্ত ছিল।

সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জফির সেতু, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল মালিক মানিক, শাহিন আহমেদ সোহাগ, তাজুল ইসলামসহ সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক সুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম আহমেদসহ বিভিন্ন সদস্য স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্য, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়-কলেজের শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও এতে স্বাক্ষর করেন। পাশাপাশি সিলেট জেলা যুবদল ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের নেতারাও এতে স্বাক্ষর প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের প্রায় প্রতিটি উপজেলায় অন্তত একটি সরকারি কলেজ রয়েছে। কিন্তু প্রায় দুই লাখ জনসংখ্যার কোম্পানীগঞ্জ উপজেলায় একটি সরকারি কলেজও নেই। ফলে হতদরিদ্র ও সাধারণ শিক্ষার্থীরা শহরে গিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। এতে তারা উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয় যে, পার্শ্ববর্তী উপজেলাগুলিতে সরকারি কলেজ থাকায় শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি আর্থসামাজিকভাবে উন্নত হচ্ছে। অথচ কোম্পানীগঞ্জের শিক্ষার্থীরা এখনো পিছিয়ে আছে।

এ প্রেক্ষিতে অবিলম্বে এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজকে সরকারিকরণ করে কোম্পানীগঞ্জের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়।

স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফয়জুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেজওয়ান আহমেদ এবং প্রচার সম্পাদক সুরনঞ্জিত বিশ্বাস। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর