সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের দুই কর্মচারীর মৃত্যু

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের দুই কর্মচারীর মৃত্যু

শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের দুই কর্মী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনÑআব্দুল ওয়াদুদের ছেলে জুয়েল মিয়া এবং ময়না মিয়ার ছেলে শব্দর আলী। ঘটনাস্থলেই জুয়েল মিয়া মারা যান। গুরুতর আহত শব্দর আলীকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে সিলেটে পাঠান। তবে সিলেটে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে গুরুতর অবস্থায় সিলেটে নেওয়ার সময় পথেই মৃত্যু হয়।

জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, নিহত দুইজনই জেলা প্রশাসকের কার্যালয়ে জারিকারক পদে কর্মরত ছিলেন। সরকারি ডাকপত্র নিয়ে তারা জগন্নাথপুর যাচ্ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর