ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২৬ সালের নির্বাচনে সম্ভাব্য পরিচালক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস এর স্বত্বাধিকারী মোতাহার হোসেন বাবুল। সিলেট ব্যবসায়ী ফোরাম’র হয়ে তিনি নির্বাচন করবেন- এমন একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোপূর্বে পোস্ট দিয়েছেন।
ব্যবসায়ী বান্ধব চেম্বার গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করে এই প্রতিবেদককে বাবুল বলেন, ব্যবসায়ীদের যেকোনো সমস্যা-সমাধান, সুখ-দুঃখ, বাজার সম্প্রসারণ কিংবা আমদানি-রফতানির ক্ষেত্রে একমাত্র ভরসার জায়গা হলো সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাণিজ্যিক বৃহদ এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পে নিয়োজিত সদস্যদের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সাহায্যের ধারণার প্রচার ও প্রসার ঘটানো হয়ে থাকে। সংগঠনটির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে তিনি ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশষ ভূমিকা রাখতে চান। বাণিজ্যখাতে সরকারের যেকোনো নীতি প্রণয়নে ব্যবসায়ীদের মুখপাত্র হয়ে সরকার কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের সাথে আলোচনায় বসে ব্যবসায়ীদের দাবি-দাওয়া উত্থাপন করতে চান। আমদানি-রফতানি খাতে ব্যবসায়ীদের স্বার্থ বিনষ্ট হয় সরকারের এমন সিদ্ধান্তে আলোচনার মাধ্যমে প্রতিরোধ করা ও ব্যবসায়ীদের সুবিধার কথা তুলে ধরতে চান। সেইসাথে স্থানীয় বাজার সম্প্রসারণের ক্ষেত্রে ব্যবসায়ীদের নিয়ে এক বা একাধিক বৈঠকের মাধ্যমে তা বাস্তবায়নে যথেষ্ট ভূমিকা রাখারও মত ব্যক্ত করেন বাবুল।
এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করে বাবুল বলেন, প্রার্থীতা ঘোষণা করলেই বিজয়ী হওয়া যায় না। সেক্ষেত্রে ব্যবসায়ীদের আস্থা ও ভোটের মাধ্যমে বিজয়ী হতে হয়। পরিচালক পদে জয় লাভের জন্য তিনি সকল ব্যবসায়ীদের রায় ও সহযোগিতা কামনা করেন।
জানা যায়, মোতাহার হোসেন বাবুল একজন পরোপকারী মানুষ। সামাজিক উন্নয়নেও তাঁর অসামান্য ভূমিকা রয়েছে। অসহায় ও দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসা এই মানুষটি সব সময়ই ঝরে পড়াদের নিয়ে ভাবেন। তাদের পাশে দাঁড়ান এবং সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করেন। শিক্ষা ক্ষেত্রেও তিনি পিছিয়ে যাননি। সমাজে শিক্ষার প্রসার বিস্তারে তিনি দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। নিরক্ষর মানুষদের মাঝে শিক্ষার আলো ফোঁটাতেও তাঁর অবদান অনস্বীকার্য।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host