ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন। রবিবার ২১ (সেপ্টেম্বর) সকালে জকিগঞ্জ পৌরসভার সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় উপজেলার ৮৫ টি পূজামণ্ডপের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় সনাতন ধর্মাবলম্বীরা বলেন, দুর্গাপূজার ঠিক আগে এমন আয়োজন ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এজন্য তারা জাকির হোসাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন বলেন, বিএনপি সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। জকিগঞ্জের সনাতন ধর্মাবলম্বী ভাইদের সঙ্গে দুর্গাপূজার আগে এমন মতবিনিময় সভা করতে পেরে আমি অনেক আনন্দিত।
আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেনÑবাংলাদেশে কোনো বৈষম্য নয়, সবাইকে মিলেমিশে একসঙ্গে থাকতে হবে মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন জকিগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, জকিগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাজস বিশ্বাস এর পরিচালনায় উক্ত মতবিনিময় সভার শুরুতে গীতা পাঠ করেন জকিগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ সভাপতি হিরালাল বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, জকিগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি বদরুল হক বাদল, জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি।
বক্তব্য রাখেন সিলেট জেলা পূজা উদযাপন কমিটির সদস্য শুভ্র কান্তি দাশ, জতিম চন্দ্র পাল, জকিগঞ্জ পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নিহার রঞ্জন রায়, কাজলসার ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি রাধা রঞ্জন বিশ্বাস, সুলতানপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি অনুপম বিশ্বাস, মুক্তিযোদ্ধা বাবুল রঞ্জন নাথ, জকিগঞ্জ প্রেস ক্লাবের কে এম মামুন, জকিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লায়েক আহমদ।
উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, জকিগঞ্জ উপজেলার ৮৫ টি পূজা মন্ডপের প্রতিনিধিবৃন্দ, জকিগঞ্জ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ সনাতন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host