কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে পুড়িয়ে দেওয়া হলো বসত ঘর

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫

কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে পুড়িয়ে দেওয়া হলো বসত ঘর

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে বসত ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ছনবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। বসত ঘর পুড়ানোয় প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে শনিবার থানায় লিখিত অভিযোগ দয়ের করেছেন ঘরের মালিক মোঃ জমির হোসেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন বাহাদুরপুর মৌজার ৬৯৬ নং দাগের বসতবাড়ীর জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বাড়ির পার্শবর্তী রমজান আলী, রহমান আলী, লিয়াকত আলী, মাছুম আহমদ, তানজির আলী, বাবুল নগরের ইব্রাহিম আলী ও দারগাখালীর ধন মিয়া (সুকাই) এর সাথে বিরোধ চলছিল। গত ১৭ সেপ্টেম্বর বসতবাড়ী থেকে জোরপূর্বক প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৩০টি গাছ কেটে নেয়। এ সময় জমির হোসেনের ভাই জামিল হোসেন তাদের গাছ কাটতে বাধা দিলেও তারা মানেনি। পরে গাছগুলো শাহ আরফিন বাজারের ইসমাইল হোসেনের স-মিলে মুরব্বিদের দিয়ে জব্দ করার তিনি। এই আক্রোশে তারা জানমালের ক্ষতি সাধন করবে বলে হুমকি দেয়। ১৯ সেপ্টেম্বর জমির হোসেন তার স্ত্রী ও ছেলে-মেয়েদেরকে নিয়ে কানাইঘাট দলই মাটি গ্রামে শশুড় বাড়ীতে চলে যান। এদিন গভীর রাতে টিনসেটের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় ঘরে থাকা একটি সুকেছ, ২টি খাট, ১টি কাঠের দরাজ, ১টি ওয়ার্ডড্রপ সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র ও কাপড়চোপড় এবং স্বর্ণালঙ্কার সহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগ পেয়ে রবিবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার এসআই নাজমুল হক মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর